কাল থেকে মসজিদে নামাজ আদায়
স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার জোহর থেকে দেশের সব মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ ওয়াক্ত ও তারাবিহ নামাজ আদায় করা যাবে।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুসরণ করে যোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে জামায়াতে নামায আদায়ের সুযোগ দেয়ার পরামর্শ দিয়েছে।
তবে এক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাপনাসহ সাবান পানি রাখতে হবে এবং মুসুল্লিকে অবশ্যই মাস্ক পড়ে মসজিদে আসতে হবে।