আশাশুনিতে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে নেই সামাজিক দূরত্ব
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা আশাশুনির অনেক ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে মান্য করা হচ্ছেনা। ফলে করোনা ভাইরাস সংক্রমনের শঙ্কা থেকেই যাচ্ছে।
ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন স্থানের মানুষের সমাগম ঘটে থাকে। সুতরাং এসব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা না হলে করোনা ভাইরাস সংক্রমনের ব্যাপক সম্ভাবনা থেকে যায়। কিন্তু আশাশুনি উপজেলার অনেক ব্যাংকে গ্রাহকদের ভিড় ও গা ঘেঁষে গ্রাহকদের অবস্থান সত্যি ভাববার বিষয়। সামাজিক দূরত্ব তো লংঘিত হচ্ছেই, পাশাপাশি মাক্স ব্যবহার, স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও না থাকায় অবস্থা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া হাট-বাজারের দোকান পাটে মানুষের উপচে পড়া ভিড়ের কারনে সামাজিক দূরত্ব চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। সকল প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ উদ্যোগ থাকলেও অমান্যকারীদের সতর্ক করা বা অমান্য না করে সেজন্য কঠোরতা অবলম্বন না করায় নিয়ম ভঙ্গের তৎপরতা হরহামেশাই ঘটে চলেছে। উপজেলা প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মধ্যে টহল দিচ্ছেন এবং মনিটরিং কালে কারো কারো সাজার ব্যবস্থা করছেন বটে কিন্তু সব সময় ঘটনার সাথে সম্পৃক্ত ব্যাংক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের তৎপরতার অভাবে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের নিয়ম চরম ভাবে লংঘিত হচ্ছে। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, জন প্রতিনিধি, ট্যাগ টিম ও গ্রাম পুলিশের কার্যক্রম জোরদার করণের জন্য সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।