ত্রাণ ও ভাতা বিতরণসহ স্বাস্থ্য সমস্যার লক্ষ্যে ডিজিটাল সফটওয়্যার সাতক্ষীরার উন্নয়ন ও সেবায় অগ্রণী ভূমিকা রাখবে
দুর্যোগকালীন সময়ে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ত্রাণ ও ভাতা বিতরণে সুসমন্বয়ের লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যার এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা সম্পর্কে অবহিত হতে টেলিমেডিসিন-হ্যালো ডাক্তার এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৪ মে) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা জেলা প্রশাসকের চিন্তা ও চেতনা থেকে ত্রাণ ও ভাতা বিতরণ এবং স্বাস্থ সমস্যার লক্ষ্যে ডিজিটাল উদ্যোগ সফটওয়্যার গুলি সাতক্ষীরার উন্নয়ন ও সেবায় অগ্রণী ভূমিকা রাখবে। ত্রাণ ও ভাতা বিতরণে সকল শ্রেণি বিভাজন করে ডাটাবেজ তৈরী ও স্বাস্থ সমস্যা সম্পর্কে অবহিত হতে টেলিমেডিসিন-হ্যালো ডাক্তার আমি গাবুরা থেকে বলছি ফেসবুক আইডি’র মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নিতে পারবে সাতক্ষীরাবাসী।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রমুখ।