রান্না করা খাবার সরবারহের ৫ম দিন অতিবাহিত করলো জেলা বিএনপি
সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে প্রতিদিনের চলমান খাদ্য কর্মসূচির আওতায় ৫ম দিনের মত সফল ভাবে ৩১৫ জন মানুষের মধ্যে রাতের রান্না করা খাবার পৌছে দিয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি।
৩ মে রোববার (৫ম দিন) মানুষের বাড়ি পৌছে দেওয়ার জন্য খাবারের প্যাকেট স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মোদাচ্ছেরুল হক হুদা।মহামারী করোনা ভাইরাস সংকটে তারেক রহমানের নির্দেশে এবং যুক্তরাজ্য বিএনপির স্বনিভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, জাপান বিএনপির সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও কানাডা প্রবাসী সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মুজিবর রহমানের সহযোগিতায় এ মাস ব্যাপী কর্মসূচি গ্রহণ করে সাতক্ষীরা জেলা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াছিন আলী, জেলা যুবদলের সহ সভাপতি হাসান শাহরিয়া রিপন ও জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন রাজ।
উল্লেখ্য: বুধবার ২৯ এপ্রিল বিকালে শহরতলীর কামালনগর এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।