দালালচক্রে বাংলাদেশে প্রবেশকারী রোহিঙ্গা দল এখন ভাসানচরে
দালালচক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকারী একটি রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হয়েছে। এরইমধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রোহিঙ্গা দলকে ভাসানচরে পাঠানো হলো।
শনিবার রাতে ওই দলটি বাংলাদেশে প্রবেশের সময়ে ধরা পড়লে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, দালালচক্রের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকারী ওই রোহিঙ্গারা সাগরে নৌকায় ভাসমান ছিল। তাদের কক্সবাজার উপকূল থেকে উদ্ধার করে কোস্টগার্ড। পরে তাদেরকে ভাসানচরে নেয়া হয়। তবে এখন যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ চলছে, এজন্যই তাদেরকে ভাসানচরে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, শনিবার রাত ২টা ৩৫ মিনিটে রোহিঙ্গাদের ওই দলটি ভাসানচরে পৌঁছায়। প্রাথমিকভাবে দলটিতে ২৯ জন রোহিঙ্গা ছিলেন। এদের মধ্যে ৫ জন শিশু, ১৯ জন নারী এবং ৫ জন পুরুষ।
উল্লেখ্য, ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব বাংলাদেশের। সেখানে জাতিসংঘ কাজ করছে না। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও খাবার দেয়া হয়েছে। তাদের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।