তালায় শাহাপুরে আদালতের আদেশ অমান্য করে জমি জবর দখলের প্রচেষ্টা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাপুর গ্রামে আদালতে মামলা চলমান থাকা অবস্থায়, বিএনপি ক্যাডার কর্তৃক জমি জবর দখলের প্রচেষ্টা অব্যাহত। ভুক্তভোগী উপজেলার শাহাপুর গ্রামের । মৃত নিজাম উদ্দিন সরদারের পুত্র  , মোঃ শামসুর সরদার ও মৃত ,আমির উদ্দিন এর পুত্র  , আসাদ সরদার , জানান প্রতিপক্ষদের সঙ্গে একটি জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছেন।
নোবেল করোনাভাইরাস আতঙ্কে সারাদেশ লকডাউন, পাশাপাশি বিচার বিভাগ বন্ধ থাকায়, এই সুযোগে ভুক্তভোগির জমিটি জবর দখলের প্রচেষ্টা অব্যাহত আছেন বিএনপি সন্ত্রাসী ক্যাডার বাহিনী অন্যতম সদস্য একই গ্রামের মৃত ছাবেদ আলীর পুত্র আমির আলী সরদার, ও আহমদ আলী সরদার। বিভিন্ন সূত্রে মাতে জানা যায়, মোঃ শামসুদ্দিন সরদার, পিতা মৃত নিজামুদ্দিন সরদার সহ ১২জন, বাদী হয়ে, তালা সহকারী জজ আদালত সাতক্ষীরা, দেওয়ানী ৬৪/৯৫ মামলা আনয়ন করেন। যাহার বিবাদী হিসেবে,   ছবেদ আলী সরদার, পিতা মৃত মফিজ উদ্দিন সরদার, সহ ১৩ জন, বিবাদী হিসেবে ছিলেন। আজকের জবর দখলকারী, ভূমিদস্যু,   আমির আলী, ও আহমদ আলীর পিতা, উক্ত দেওয়ানী মামলার ১ নম্বর বিবাদী হিসাবে অন্তর্ভুক্ত ছিলেন। মামলা চলমান অবস্থায় বিবাদীপক্ষ মামলার প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ শুনানী অন্তে বিজ্ঞ আদালত বাদীপক্ষে আরজী বর্ণিত তফসিল সম্পত্তি বরাবর রায় ও ডিগ্রী প্রদান করেন। মামলার আদেশ মোতাবেক আজকের ভুক্তভোগী পরিবার, দেওয়ানী মামলার বাদী শামসুর রহমান, জমি দখলে আছেন, এবং বর্তমান প্রিন্ট পর্চা ও ভুক্তভোগী শামসুদ্দিন রহমান বরাবর, রেকর্ড হয়ে আছেন। মামলাটি এখন টাইটেলে অ্যাপেল ১৫৪/০২ নং মামলা হিসেবে জেলা ও দায়রা জজ আদালত সাতক্ষীরায় বিচারাধীন রয়েছে। এবং নিম্ন আদালতের আদেশ, অর্থাৎ দেওয়ানী ৬৪/৯৫ নং মামলার আদেশ এখনো বহাল রয়েছেন। উচ্চ আদালতে মামলা চলমান থাকা সত্বেও সকল কিছুকে উপেক্ষা করে, ভূমিদস্যু, বিএনপি-জামাতের কিছু সন্ত্রাসী ক্যাডার বাহিনী, আদালতের আদেশ অমান্য করে। জমি জবর দখলের পায়তারা চালাচ্ছে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী শামসুর রহমান, ও,  আসাদ সরদার বাদী হয়ে অফিসার ইনচার্জ তালা সাতক্ষীরা বরাবর, জবরদখল এর হাত থেকে রেহাই পেতে, এবং শান্তিপূর্ণ ভোগ দখলে থাকার জন্য একটি অভিযোগ দাখিল করেন।
কিন্তু কে শোনে কার কথা, দিনের বেলায় পুকুর চুরি গল্পের মত, প্রশাসনের নাকের ডগা দিয়ে, বিএনপি জামাতের সন্ত্রাসী ক্যাডার বাহিনী দ্বারা জমিতে পাকা প্রাচীর নির্মাণের পাঁয়তারা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের  আঁধারে এই সন্ত্রাসী বাহিনীরা,একটু একটু করে দেওয়াল নির্মাণের প্রতিশ্রুবি স্থাপন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, এই বিএনপি সন্ত্রাসী বাহিনীর সামনে আমাদের নাম বলতে পারছি না। শামসুর সরদার, ও আসাদ সরদার, এই জমির মালিক তারা মামলার আদেশ পেয়েছে। এবং বর্তমান জরিপ ও তাদের নামে রেকর্ড হয়েছে, তারা একটা নিরীহ ব্যক্তি। কারো সাথে গোলমাল  করতে চাইনা।
 কিন্তু আহম্মাদ আলী ও আমির আলী, এই জমিটি জবরদখল করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে, এবং ইট বালু সিমেন্ট এনে এ জমিতে ঘর নির্মাণ জন্য লোক ভাড়া করে নিয়ে আসে। যেকোনো সময় এই জমিতে ঘর তৈরি করে ফেলবে।তারা ইতিমধ্যে ঘর তৈরি করার পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে এবং চুরি করে কিছুটা কাজ শুরু করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আহম্মাদ আলী বলেন, জমিটা আমাদের জমি তারা ভুয়া কাগজপত্র সৃষ্টি করছে, পুলিশ মাঝে  বলেছে করোনার ভাইরাসের সময় কাজ করা যাবে না। আমার জমিতে আমি কাজ করবো তা বাধা দেওয়ার কে আমার জমিতে আমি যা ইচ্ছা তাই করবো। শামসুদ্দীনের নামে রেকর্ড এবং মামলার রায় সম্পর্কে জানতে চাইলে আহম্মাদ কথা বলতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। স্থানীয় ইউপি সদস্য জনাব আব্দুর রাজ্জাক, সাহেবের ০১৭২৪৮৪৯৪৯২  নং মুঠোফোনে একাধিকবার চেষ্টা করার পরও কথা বলা সম্ভব হয়নি। বিষয়টি প্রশাসনের নজরদারীর জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানিয়েছেন। এবং ভুক্তভোগী পরিবার এই সন্ত্রাসী বাহিনীর,ও ভূমিদস্যুদের হাত থেকে, নিজেদের দখলীকার জমি নিজেদের দখল বজায় রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)