বেতন বন্ধ, দুঃখ দুর্দশায় বিএফডিসির কর্মচারীরা
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে গেল মার্চের পর এপ্রিল মাসেরও বেতন পাননি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করর্পোরেশনের (বিএফডিসি) ২৬১ জন কর্মী। এই দুর্যোগে খুব দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছেন বিএফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা।
বিষয়টি জানিয়ে চলচ্চিত্র উন্নয়ন কলাকুশলী ও কর্মচারী লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, বিএফডিসি সরকারি প্রতিষ্ঠান হলেও নিজস্ব আয় দিয়ে এর কর্মচারীর বেতন দেয়া হয়ে থাকে। আপাতত শুটিং বা অনান্য কার্যক্রম না থাকায় প্রতিষ্ঠানটির আয় বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে বেতনের জন্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে স্মারকলিপি পাঠানো হবে।
বিষয়টি নিয়ে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন জানান, নিজস্ব তহবিলে কোনো অর্থ না থাকায় কর্মচারীদের মার্চ ও এপ্রিল মাসের বেতন দেয়া সম্ভব হয়নি। আপাতত অনুদানের উপর নির্ভর করতে হচ্ছে। অনুদানের জন্য আবেদন করেছি, হাতে টাকা এলেই কর্মচারীদের বেতন দেয়া হবে।
জানা গেছে, এরই মধ্যে গেল ২৮ এপ্রিল কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের জন্য ৬ কোটি টাকা অনুদান (ইকুইটি হিসেবে) চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিএফডিসি।