পলাশপোলে করোনা প্রতিরোধে ও মশা নিধনে জীবানুনাশক স্প্রে
করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা পৌর এলাকার ৮ ও ৯নং ওয়ার্ডের রাস্তা এবং ড্রেনে মশা নিধনে জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে পলাশপোল বৌ বাজার এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৌ বাজার এলাকার শেখ এ কে নেওয়াজ সোহাগ ও আমিনুল ইসলামের উদ্যোগে এবং পলাশপোল বৌ বাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সফিক উদ দৌলা সাগর, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, পলাশপোল উদিত সংঘের সভাপতি শিক্ষক আবু বকর ছিদ্দিক, পলাশপোল বৌ বাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনের আহবায়ক মোঃ মহিদুজ্জামান মহিদ, যুগ্ম আহবায়ক শহীদুল্লাহ টিপু, সদস্য সচিব মশিউর রহমান ডলার, সদস্য হযরত আলী, জাহাঙ্গীর আলম পলাশ, শেখ শামছুর রহমান, আনোয়ার হোসেন ছিদ্দিক(ফিরোজ), তরিকুল আযম ইমন, আনোয়ারুজ্জামান বাদশা প্রমুখ।
সংগঠনটি করোনা ভাইরাস প্রতিরোধে অত্র এলাকায় সপ্তাহে ২দিন বিভিন্ন স্থানে জীবানু নাশক এবং মশা নিধনের স্প্রে করবে। এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে পৌরসভার পক্ষ থেকে দুটি স্প্রে মেশিন ব্যবহারের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন স্থানীয় কাউন্সিলরবৃন্দ।