করোনা: জেলা প্রশাসনের সাথে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবের সমন্বয় সভা
সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলা ও করোনা সংক্রমন ঠেকাতে কনোনীয় বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব ও সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত করোনা সার্বিক সমন্বয়কারী শেখ ইউসুফ হারুনের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, করোনা সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তবৃন্দ।
এসময় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব বলেন, সাতক্ষীরা জেলায় কনোনা পরিস্থিতি মোকাবেলায় জেলার প্রতিটি স্তরের মানুষকে যার যার জায়গা থেকে সততার সাথে একহয়ে কাজ করতে হবে। এর আগে সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাতক্ষীরা সার্কিট হাউজে সামাজিক দুরত্ব বজায় রেখে বেকার শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন।