আশাশুনির নাংলায় বাড়িঘর ভাংচুর আহত- ৩
আশাশুনি উপজেলার নাংলায় গ্রাম্য শালিশে কথা কাটাকাটির জেরে বাড়িঘর ও মালামাল ভাংচুর ও প্রতিপক্ষকে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
শুক্রবার নাংলা সরদার বাড়ী জামে মসজিদে জুমার নামাজের পর সেখানে দু’টি পক্ষের মধ্যে বিরোধ নিয়ে শালীশি বৈঠক বসেছিল। শালীস অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে চরম উত্তেজনা বিরাজ করছিল। তাৎক্ষণিক ঘটনা মুঠোফোনে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লীটনকে জানালে তিনি ঘটনা স্থানে উপস্থিত হন। এরপর উভয় পক্ষকে শান্তকরে চলে যান। পরবর্তীতে আসরের নামাজের পর হায়িদ সানার পুত্র হাবিবুর রহমান ও ছবেদ সানার পুত্র অহিদের নেতৃত্বে অজ্ঞাত ২০/২৫ জন হামলা চালিয়ে আব্দুর রউফ সরদারের পুত্র মহিব্বুলাহ (৩২) ও নুরুল্লাহ এবং আব্দুল মালেক সরদারের স্ত্রী খাদিজা (৬৯) কে মারপিট করে রক্তাক্ত জখম করে।
এসময় বাড়িঘর, গোয়ালঘর, ধান মাড়াই মিলঘর, দু’টা পাওয়ার ট্রিলার, হাড়ি পাতিল আসবাবপত্রসহ প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন শনিবার সকালে পুনরায় ঘটনাস্থানে গিয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে উভয় পক্ষের তিন জন করে প্রতিনিধিকে নতুন কোন ঘটনা না ঘটে ব্যবস্থা নিয়ে দায়িত্ব দিয়েছেন।