ডুমুরিয়ায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদণ্ড আদায়
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অযৌক্তিক জনসমাগম রোধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করণে উপজেলা থানা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোট মাধ্যমে অভিযান পরিচালনা করে চলেছেন।
আজ চুকনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত করা হয়েছে। এ সময় সরকারি আদেশ অমান্য, সামাজিক দূরত্ব না মানা, অযৌক্তিক জনসমাগম, মটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স , হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানোসহ প্রভৃতি অপরাধে ১৪ টি মামলায় দণ্ডবিধি’১৮৬০ এবং সড়ক পরিবহন আইন’২০১৮ এর বিভিন্ন ধারায় ৩৭০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট বাজার কমিটিকে নির্দেশ প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী, খুলনা জেলা ট্রাফিক পুলিশ, ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশের সদস্যবৃন্দ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
Please follow and like us: