নলতা ইউপি সদস্যর বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির তদন্ত প্রতিবেদন দাখিল
কালিগঞ্জের নলতা ইউপি সদস্য শহীদুল আলমের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন এ তদন্ত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৮ নং সদস্য মোঃ শহিদুল আলম এর বিরুদ্ধে সরকারি ঘর পাইয়ে দেওয়া বয়স্ক ভাতার কার্ড ও বিধবা ভাতার কার্ড পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়া সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন দেখে সাত কর্মদিবসের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল।
কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন জানান, গত ২২ এপ্রিল বুধবার তিনি পাইকাড়া গ্রামে গেলে পাইকাড়া গ্রামের পাঁচু পাড়ের ছেলে মুনছুর আলীর কাছ থেকে সরকারী ঘর দেওয়ার জন্য ছয় হাজার টাকা, কালু গাজীর স্ত্রী জয়গুন বিবির বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার জন্য দু’ হাজার ২০০ টাকা, এক ভিক্ষুকের কাছ থেকে ঘর দেওয়ার জন্য দু’ হাজার টাকা নিয়ে পরে ৭০০ টাকা ফেরত দেওয়া এবং এক ব্যক্তির কাছ থেকে শিশু কার্ড পাইয়ে দেওয়ার জন্য এক হাজার ২০০ টাকা নিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান। তবে ভুক্তভোগীরা কোন লিখিত কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি নিয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ইতিপূর্বে ওঠা অনেক অনিয়মের অভিযোগ নিয়ে সতর্ক করেন বলে জানান। একপর্যায়ে গত রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেছেন।
Please follow and like us: