করোনায় কর্মহীন শহরের ৬ শ্রমিক সংগঠনের সভা
করোনায় কর্মহীন হয়ে পড়া শহরের ৬ শ্রমিক সংগঠনের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে শহরের পলাশপোলস্থ রং পালিশ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সদর উপজেলা রং পালিশ, বোর্ড ফার্ণিচার, হোটেল রেস্তোরা ও বেকারী শ্রমিক, ইলেক্ট্রিশিয়ান শ্রমিক, স্বর্ণ ছাই শ্রমিক ও টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। বোর্ড ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল আহমেদ বাদলের সভাপতিত্বে ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফারুকুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক ও সাতক্ষীরা নাগরিক আন্দোলন মে র সভাপতি এড. ফাহিমুল হক কিসলু।
উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক ও পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক মেহেদীআলী সুজয়, চিত্র শিল্পী হাসানুজ্জামান, হেড এনজিও’র প্রোগ্রাম কোয়ার্ডিনেটর শামীমুল ইসলাম, সদর উপজেলা রং পালিম শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান সরদার, হোটেল রেস্তোরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক আব্দুস সালাম বাচ্চু, ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, সাধারন সম্পাদক আবুল হাসান, স্বর্ণ ছাই শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হক, সাধারন সম্পাদক ফারুক হোসেন, টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সহ ৬ শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, করোনা প্রাদুর্ভাবে এই শ্রমিকরা আজ কর্মহীন হয়ে পড়েছে। কিন্তু তারা আজ পর্যন্ত কারো কাছ থেকে কোন সহযোগীতা পায়নি। ফলে তারা পরিবার পরিজন নিয়ে আজ অসহায় হয়ে পড়েছে। তাদের সহযোগীতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। এসময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে আলোচনা করতে আগ্রহী হওয়ায় তারা জেলা প্রশাকের দৃষ্টি আকর্ষণ করেন।