আশাশুনিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের মহড়া
আশাশুনিতে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পক্ষ থেকে বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালামের নেতৃত্বে পুলিশ সদস্যদের অংশগ্রহনে বুধবার এ মোহড়া অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় অফিসার ইনচার্জ এর তত্বাবধানে পুলিশ দল করোনাভাইরাস সংক্রামন প্রতিরোধে জনগণকে সচেতন করতে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। উপজেলা সদর বাজার ও বিভিন্ন মোড়ে এ বিশেষ মহড়া কার্যক্রম পরিচালিত হয়। ইতিমধ্যে বাজারে ও বিভিন্ন মোড়ে আড্ডাবাজদের ধরতে ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। এছাড়াও থানা পুলিশের পক্ষ থেকে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। জনগণকে সচেতন ও সামাজিক দুরত্ব নিশ্চত করতে এবং আড্ডাবাজদের ধরতে উপজেলার বিভিন্ন বাজারে ও মোড়ে এ ধরনের মহড়া অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানাগেছে।