সাতক্ষীরায় জায়গাজমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত এক : থানায় এজাহার
সাতক্ষীরা সদর উপজেলার নেবাখালি গ্রামের জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে,এসময় আছমা নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়। এ-ঘটনায় সাতক্ষীরা সদর থানায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় চার জনকে বাদি করে একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে বর্ণিত,সাতক্ষীরা সদর উপজেলার নেবাখালি গ্রামের শহিদুল ইসলাম ও তার চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে মঙ্গলবার সকাল ৮ ঘটিকার সময়, শহিদুল ইসলাম তার বাড়ির পাশের সীমানার পাঁকা প্রাচীর নির্মাণ করার সময় তার চাচাতো ভাইয়েরা,রফিকুল,সফিকুল,শামসুন্নাহার,আব্দুল্লাহ, দা,কুড়াল, হাতুড়ি,সাবলসহ দেশীয় অস্তসস্তে সজ্জিত হয়ে শহিদুলের রাজমিস্ত্রিকে কাজ করতে বাধা দেয় ।
ওই সময় শহিদুলের স্ত্রী আছমা খাতুন (৩০) প্রতিবাদ করিতে গিলে উক্ত আসামীরা স্ত্রী আছমার উপর ক্ষিপ্ত হয়ে বেধম মারপিট করে এবং খুন করার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে তার গলা থেকে স্বর্ণের চেইন একটিসহ প্রাচীর ভেঙ্গে দিয়ে যায় তার ক্ষতি সাধন করে চলে জায়। আহত শহিদুলের স্ত্রী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান,বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।