আশাশুনিতে ইটপাজা মালিকসহ পথচারীকে জরিমানা
আশাশুনি উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’ ইট পোড়ানো পাজা মালিক সহ কয়েকজন পথচারীকে জরিমানা করা হয়েছে। বুধবার দিনভর আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা।
উপজেলার কুল্যা গ্রামের পালপাড়ায় ইটপোড়ানো পাজার মালিক কৃষ্ণ পদ পালের পুত্র পরমেশ্বর পদ পাল ও তার ভাই শান্তি পদ পালকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয় বিজ্ঞ আদালতে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে অর্থাৎ অকারনে ঘর থেকে বেরিয়ে বাইরে ঘোরাঘুরির জন্য ৪ জনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন। এছাড়া কুল্যা ইউপি সদস্য আলহাজ¦ আঃ মাজেদ গাজী ও এড. দেবাশীষ মুখার্জী উপস্থিত ছিলেন।