কালিগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক পরিবারের ৬ জন আহত

কালিগঞ্জের পল্লীতে একটি তুচ্ছ ঘটনার জের ধরে একই পরিবারের ৬ জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মারাত্মক আহত সাংবাদিক শেখ আব্দুল হামিদ, তার পিতা শেখ আব্দুর রশিদ, মাতা আছিয়া বেগম বর্তমানে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সরেজমিন ও থানা সুত্রে জানাগেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শেখ আব্দুস সোবহান ও তার দুই পুত্র রাশিদুল ইসলাম, মনিরুল ইসলাম পুর্ব পরিকল্পিত ভাবে সাংবাদিক আব্দুল হামিদের লেবু গাছের ডাল কাটতে থাকে। সংবাদ পেয়ে আব্দুল হামিদ গাছ কাঁটতে বাঁধা দিতে গেলে তারা দা, লাঠী ও লোহার রড নিয়ে তার উপরে অতর্কিত ভাবে হামলা করে।

এসময় সাংবাদিক হামিদের পিতা শেখ আঃ রশিদ(৭৫), মাতা আছিয়া বেগম (৬২), পুত্র রাজিফুর রহমান ও রায়হান কবীর(২৩) ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা নিরস্ত্র সকলকে পিটিয়ে মারাত্মকভাবে যখম করে। ওই ঘটনায় ৩ জন কালিগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে ও অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালিগঞ্জ থানায় মঙ্গলবার বিকালে রাশিদুল গংদের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে সাংবাদিক শেখ আব্দুল হামিদ। ঘটনার সত্যতা জানতে কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এ প্রতিনিধিকে বলেন মারপিটের ঘটনায় উভয় পক্ষ থানায় এসেছিল। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)