সাতক্ষীয় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ভিবিডি
করোনাভাইরাস সংকটের মধ্যে ধান তোলায় বিপাকে পড়া কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে ভিবিডি সাতক্ষীরার সদস্যরা। করোনাভাইরাস অতি সংক্রামক হওয়ার কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চলছে সরকার ঘোষিত ছুটি। আর এপ্রিল থেকে মে মাস হলো বোরো ধান তোলার সময়।
দেশে খাদ্যের বড় জোগান আসে এই বোরো ধান থেকে। কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কাটতে বিপাকে পড়েছেন কৃষকরা। সাতক্ষীরায় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস আতঙ্কে ও হটাৎ বর্ষা হওয়ায় ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না। এ অবস্থায় অসহায় কৃষকের লোকসান কমানোর জন্য তাদের পাশে এসে দাঁড়িয়ে ধান কেটে দিয়েছেন ভিবিডি এর সদস্যরা। সোমবার দিনভর সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ৫কাঠা জমিতে ধান কেটে জমির ধান কৃষকের বাড়ি তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা । এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।কৃষক চাদ আলী মিয়া বলেন, ধান কাটার সময় চিন্তিত ছিলাম। হঠাৎ করে ভিবিডির উদ্যোগে ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমি খুবই আনন্দিত।আগে কখনও এভাবে দেখেনি। স্থানীয়ও লোকজন ভিবিডির ব্যতিক্রমী এমন কাজে প্রশংসা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়,এক দিকে করোনাভাইরাস, বৃষ্টি ও অন্যদিকে শ্রমিক সংকটসহ কৃষি মজুরি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পাকা ধান নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষকরা।ফলে কৃষকরা মাত্রারিক্ত টাকায় শ্রমিক জোগার করতে দিশাহারা হয়ে পড়ায় ধান নষ্ট হতে চলেছে।
এ অবস্থায় ভিবিডির সদস্যরা এসে এলাকার দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে।