শ্যামনগরে পানের বরজে দুবৃর্ত্তের ছোবল
শ্যামনগরে এক কৃষকের পানের বরজে আগাছা নাশক বিষ ছিটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দুবৃর্ত্তরা। আজ সোমবার গভীর রাতে উপজেলা সদরে ইছাকুড় গ্রামে কৃষক আবুল কাশেমের পানের বরজে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। সরেজমিনে কৃষক আবুল কাশেম জানান, বছরে ৫০ হাজার টাকায় এক বিঘা জমি লীজ নিয়ে পান চাষ করে।
উপজেলা কৃষি অফিসে পরামর্শে এই প্রথম বারের মতো শ্যামনগরে পান চাষ করা হয়। জমিতে ভালো ফলন হয়। ইতোমধ্যে তার ৩ লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সব ঠিকঠাক থাকলে বছরে ৫ লক্ষ টাকা বিক্রি হবে তিনি জানান। কিন্তু উঠতি ফসলে দুবৃর্ত্তরা আগাছা নাশক বিষ ছিটিয়ে যাবতীয় পান শুকিয়ে যাচ্ছে। এ ঘটনায় সে সর্বশান্ত হয়েছে। শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিঞা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ক্ষেতে আগাছা নাশক বিষ ছিটানোর ফলে পান শুকিয়ে যাচ্ছে।
Please follow and like us: