পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার ১ ‘শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রোববার বেলা ১১ টায় শহরের পলাশপোল তেতুলতলা এলাকায় পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, রবিউল ইসলাম, সভাপতি আজহারুল ইসলাম মুকুল, সাধারন সম্পাদক সাংবাদিক মেহেদীআলী সুজয়, সহ সভাপতি শফিকুল ইসলাম, কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ আসাদ খান চৌধুরী, অন্যতম সদস্য টগর খান, তাপস খান চৌধুরী, আব্দুল গাজী, আবু সাইদ, আলতাফ হোসেন, সুজল, মিঠু, নাঈম, পিন্টু সহ সংস্থার উপদেষ্টা ও অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় খাদ্য সামগ্রী হিসেবে ৭ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম ছোলা, ৫০০ গ্রাম লবণ ও ১ টা সাবান দেয়া হয়। এসময় পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। ফলে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থা মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তারা আজ যে খাদ্য বিতরণ করল তা মানুষের হৃদয়ে আজীবন গেঁথে থাকবে। সাথে সাথে এধরনের মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।