কলারোয়ায় ধান, চাল ও গম সংগ্রহের মনিটরিং কমিটির সভা
কলারোয়ায় ধান, চাল ও গম সংগ্রহের মনিটরিং কমিটির সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও তালা-কলারোয়ার সংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। ধান, চাল ও গম সংগ্রহের মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মহাসীন আলী, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুদ্দীন মোড়লসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃষি অফিসার মোঃ মহাসীন আলী জানান, উপজেলায় ১১০১ মে.টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৬ টাকা কেজি দরে অর্থাৎ বস্তাপ্রতি ১০৪০ টাকা দরে বরাদ্দ রাখা হয়েছে। ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে উপজেলাব্যাপী আবেদনকারীদের যাচাই-বাছাই এর পর তালিকা করে লটারির মাধ্যমে ওই ধান ক্রয় করা হবে।