রমজানের রহমতের মাসে করোনার প্রভাবে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো ছওয়াবের কাজ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন’র নিজস্ব অর্থায়ণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দিন দিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
করোনা ভাইরাস’র সংক্রমণ রোধে সকলকে আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজে জেলার মানুষের জন্য করোনা ভাইরাস টেষ্টের জন্য পিসিআর মেশিন আনার উদ্যোগ নিয়েছি। আমাদের সাতক্ষীরার জন্য খুব দ্রুত একটি পিসিআর মেশিন পাবো ইনশাল্লাহ। করোনা প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার দিন নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার, বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ বিধি যথাযথ মেনে চলতে হবে। আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা কোন মানুষকে অনাহারে রাখবেননা। পবিত্র মাহে রমজানের রহমতের মাসে করোনার প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানো খুবই ছওয়াবের কাজ। এই রহমতের মাসে নিশ্চয় আল্লাহ তায়ালা মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দেবেন।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন’র নিজস্ব অর্থায়ণে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের কর্মহীন ও অসহায় ১শ’ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা প্রমুখ।