জেলার সাবেক ছাত্র নেতা সমন্বয় কমিটি জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ অফিসের সামনে ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা সমন্বয় কমিটি জেলা শাখার উদ্যোগে কমিটির আহবায়ক শেখ সাহিদ উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ছাত্র নেতা জে.এম ফাত্তাহ, সাবেক ছাত্র নেতা শেখ শফি উদ্দিন সফি, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, শরিফুল ইসলাম বাবু, তৌহিদ হাসান, মিকাইল ইসলাম, শিমুন শামস্, মনিরুল ইসলাম মনি, খন্দকার আনিছুর রহমান, কাজী সুবীর, এস.কে বাবু প্রমুখ। এসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে সাতক্ষীরার ১শ’৪০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা সমন্বয় কমিটি জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।