কলারোয়ার সোনাবাড়িয়া প্রভাতী সংঘের খাদ্যসামগ্রী বিতরণ
কলারোয়ার সোনাবাড়িয়া প্রভাতী সংঘের উদ্যাগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল সংলগ্ন প্রভাতী সংঘের কার্যালয়ের সামনে ৭৫টি পরিবারের মাঝে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- আটা, আলু, ডাল ও তেল। খাদ্যসামগ্রী বিতরণকাল উপস্থিত ছিলেন প্রভাতী সংঘের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার, হিদু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কলারায়া উপজলা সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য নূরুল ইসলাম, আনারুল ইসলাম, প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক এস.এম শরীফুজ্জামান, কোষাধ্যক্ষ আলমগীর কবীর, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
Please follow and like us: