করোনা: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ২২ জনকে ২১৫০০ টাকা জরিমানা
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারি আদেশ অমান্য করে ৬টার পর দোকান খোলা রাখা এবং বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে জেলা এবং উপজেলা পর্যায়ে ২২ জনকে ২১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ১টি মামলায় ২০০ টাকা, শ্যামনগর উপজেলায় ১২টি মামলায় ১৭১০০ টাকা, আশাশুনিতে ৪টি মামলায় ১০০০ টাকা, কলারোয়া উপজেলায় ১টি মামলায় ২০০ টাকা এবং জেলা প্রশাসনের ৪টি মামলায় ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত করোনা প্রতিরোধে মোট ২০৪৮টি মামলায় ২০০০ জন ব্যক্তি ও ৪৮টি প্রতিষ্ঠানকে ২০,৫৮,৫৮৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us: