বৃহস্পতিবার থেকে মানবদেহে ভ্যাকসিন পরীক্ষা করবে যুক্তরাজ্য
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানক। মঙ্গলবার ১০ ডাউনিং স্ট্রিট থেকে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ম্যাট হ্যানক বলেন, অক্সফোর্ড দলকে তাদের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর জন্য আরো ২০ মিলিয়ন ডলার সরবরাহ করেছে যুক্তরাজ্য। এছাড়া ২২.৫ মিলিয়ন ডলার ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকদের কাজ করতে দেয়া হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট গবেষকদের একটি দলকে ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন, গবেষণা অনুযায়ী আমরা ৮০ ভাগ সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী। পরীক্ষার ওপর ভিত্তি করে এটুকু বলতে পারি, করোনার ভ্যাকসিন সফলভাবে তৈরি করতে পেরেছি আমরা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর অ্যাড্রিয়ান হিল বলেন, একবার আমাদের ভ্যাকসিনটির কার্যকারিতা অর্থাৎ পরীক্ষার ফলাফল পেলেই সেপ্টেম্বরের মধ্যে প্রায় এক মিলিয়ন ডোজ সরবরাহ করতে পারবো। যেহেতু করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। এজন্য এ বছরের শেষেই বিশ্বজুড়ে কমপক্ষে ১০ কোটি ভ্যাকসিনের প্রয়োজন হবে।
এ ভ্যাকসিনটি করোনাভাইরাসের জন্য সবচেয়ে উপযুক্ত হিসেবে বেছে নেয়া হয়েছে। কারণ এটির একটি ডোজই মানবদেহে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম হয়েছে।
সূত্র: দ্যা গার্ডিয়ান