আইসোলেশনে পাকিস্তান প্রধানমন্ত্রী
আইসোলেশনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি দেশটির এক স্বনামধন্য ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের পর সেই ব্যক্তির করোনা ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দেশটির সরকারি সূত্র জানিয়েছে। এদিকে নিজের করোনা টেস্ট করাতেও ইমরান খান সম্মত হয়েছেন বলে তার চিকিৎসকেরা নিশ্চিৎ করেছেন।
পরীক্ষার ফলাফল বুধবার জানা যাবে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানের স্থানীয় ইংরেজি দৈনিক ডন।
গত সপ্তাহে ইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রীর হাতে করোনাভাইরাস রিলিফ ফান্ডের জন্য এক কোটি রুপির একটি চেক তুলে দিয়েছিলেন। তবে পরবর্তীতে তার করোনা ধরা পড়ে।
ইমরানের খানের ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাসের টেস্ট করাবেন।
তিনি বলেন, দেশের একজন দায়িত্ববান নাগরিকের কর্তব্য মেনে করোনাভাইরাসের পরীক্ষা করাবেন প্রধানমন্ত্রী ইমরান খান। আমরা প্রোটোকল মেনে চলবো এবং সে অনুযায়ী তাকে পরামর্শ দেবো।
প্রোটোকল অনুযায়ী কেউ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, তাকে সেলফ-আইসোলেশনে থাকতে হয়। তবে ইমরান খানকে যদি কোয়ারেন্টিনে যেতে হয়, তাহলে তিনি কিভাবে সরকার চালাবেন সেটা এখনও স্পষ্ট নয়।
এদিকে করোনায় আক্রান্ত হওয়া ফয়সাল ইদিও তার নিজ ফাউন্ডেশনের একটি বাড়িতে আইসোলেশনে আছেন বলে তার এক কর্মকর্তা জানিয়েছেন।
পাকিস্তানে বর্তমানে ৯ হাজার ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০৯ জনের ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৭৩ জন।