ডুমুরিয়ায় ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
ডুমুরিয়ায় প্রথম বারের মত ব্রি হাইব্রিড-৩ জাতের ধান চাষ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার সময় ডুমুরিয়া উপজেলা মইখালী ব্লাকে রবিউল ইসলাম রবি’র ব্রি হাইব্রিড-৩ জাতের ধান কর্তন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন, কৃষক রবিউল ইসলাম, গুরুপ লেডার বোরাহান সরদার,আসাবুর রহমান, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।কথায় বলে Hybrid needs high care, যত্ন আর্তি একটু বেশি নিতে হলেও দিনশেষে ফলন দেখে কৃষকের সকল ক্লান্তি দুর হয়ে যায়। হ্যাঁ, বলছি হাইব্রিড ধানের কথা-বাংলাদেশে প্রতিবছর ১% হারে চাষযোগ্য জমি কমে যাচ্ছে, পক্ষান্তরে জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে ২৪ মিলিয়ন নতুন মুখ। এই বর্ধিত জনসংখ্যাকে দু-বেলা দুমুঠো খেয়ে পরে বাঁচিয়ে রাখার জন্য উৎপাদন বৃদ্ধি প্রয়োজন।
এজন্য কৃষকও ঝুকছে হাইব্রিডের দিকে। তবে, বাংলাদেশেে চাষকৃত অধিকাংশ হাইব্রিড ধানসহ অন্যান্য বীজ বাইরে থেকে আসে, ফলে কৃষককে চড়া দামে কিনতে হয়। তাছাড়া, কোন একসময় যদি বিদেশ হাইব্রিড বীজ সরবরাহ বন্ধ করে দেয়, তবে ক্ষতির মুখে পড়বে বাংলার কৃষক। এজন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবন করেছে ছয়টি হাইব্রিড জাত।
এবছর ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের কৃষক শেখ বুরহান উদ্দিন কৃষি বিভাগের সহযোগিতায় প্রথম বারের মত চাষ করেছন বারি হাইব্রিড ৩ জাতের ধান। বিঘাপ্রতি ফলন ৩০ মন যা উফশির চেয়ে ৩০% বেশি এবং জীবনকাল ১৪৫ দিন, স্বল্প জীবনকালিন হওয়ায় তিনি অত্যন্ত খুশি।
তিনি বলেন, দেশীয় হাইব্রিড প্রথমে সংকায় ছিলাম আসলে কেমন হবে এখন ধান দেখে খুব খুশি। প্রতিবেশি কৃষক আমাকে জিজ্ঞেস করে জাতটি কী? এটি লবনও সহ্য করতে পারে, আগে এখানে ২৮ ধান লাগাতাম এত ভাল হতনা। প্রতিবেশি কৃষক রবিউল ইসলাম বলেন- বুরহান ভাইর ধান দেখি আমার ভাল লেগিছে, আমি আরবছর এডা লাগাব। কেবল রবিউল নয়, গ্রামের অধিকাংশ লোকই এটি দেখে খুশি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন এই প্রতিবেদককে বলেন বুরহান মূলত আমার কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ গ্রুপের গ্রুপ লিডার। সে সহ গ্রুপটিকে বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণের জন্য নিয়মিত প্রশিক্ষন দিয়ে যাচ্ছি এবং মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং ও সেবা দিয়ে যাচ্ছি।
এবছরই প্রথম সে ব্রি হাইব্রিড-৩ জাতের ধান লাগিয়েছে।
এটি উচ্চ ফলনশীল, স্বল্প জীবনকালিন এবং লবন সহিষ্ণু হওয়ায় এটি এ এলাকা উপযোগী একটি জাত। এটির বীজ কৃষক অন্যান্য হাইব্রিডের তুলনায় কম দামে কিনতে পারবে এবং ধানটিও অনেক সুন্দর। আগামীতে এটি আরও সম্প্রসারণের উদ্যেগ গ্রহন করা হবে।
Please follow and like us: