বেঁচে থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় ও ঘরে অবস্থান করে সচেতন হই-এমপি রবি
করোনা ভাইরাস প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে সাতক্ষীরা ভোমরা বন্দরের কর্মহীন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী তুলে দেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এই ভোমরা বন্দর দিয়ে হাজার হাজার মানুষ বাংলাদেশে এসেছে। আমাদের জেলা সবচেয়ে করোনায় বেশি ঝুকিপূর্ণ। অথচ আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে চলছেননা। করোনা ভাইরাস দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন দেশ হিমশিম খাচ্ছে। আপনাদের স্বার্থে, পরিবারের স্বার্থে ও আপনার এলাকার মানুষের স্বার্থে স্বাস্থ বিধি মেনে চলি। বেঁচে থাকার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও ঘরে অবস্থান করে আল্লাহর অস্তে করোনা প্রতিরোধে সতর্ক ও সচেতন হই।’
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (১১৫৫)’র সভাপতি ও ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী, ভোমরা স্থল বন্দর গোডাউন শ্রমিক ইউনিয়ন (১১৫৯)’র সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ নেতা জুয়েল প্রমুখ। এসময় ভোমরা বন্দরের কর্মহীন ২০০ জন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে তালিকাভূক্ত বাকি শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।