জেলার বাইরে থেকে আসা সন্দেহজনক এক করোনা রোগী সাতক্ষীরা মেডিকেলে ভর্তি
জেলার বাইরে থেকে আসা সন্দেহজনক এক করোনা রোগীকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। গায়ে জ্বরসহ অচেতন অবস্থায় তিনি আজ শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর দীঘিরপাড় এলাকায় রাস্তার পাশে পড়েছিলেন। স্থানীয়রা তাকে চিনতে (সনাক্ত করতে) না পেরে পুলিশে খবর দেয়। পুলিশ সদস্যরা পরে তাকে অবচেতন অবস্থা করোনা সন্দেহে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় সদর হাসপাতাল নিয়ে আসেন। এপর তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে পাঠানো হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের ফেসবুক আইডিতে দেয়া এক ষ্টাটাসে জানানা হয়, যথাযথ নিয়ম মেনে তার শারীরিক পরীক্ষা করে তার শারীরে উচ্চ তাপমাত্রার উপস্থিতি, ডিজওরিয়েন্টশন ও উচ্চ ঝুঁকির এলাকায় সম্ভাব্য ভ্রমনের ইতিহাস থাকায় তাকে তাৎক্ষণিকভাবে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেটেড ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে, তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্দেহজনক ওই করোনা রোগীর বহনকারী গ্রাম পুলিশ ও ভ্যানওয়ালা ও একজন এম্বুলেন্স ড্রাইভারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।