সাতক্ষীরায় ড্রোন দিয়ে খুঁজছে আড্ডাবাজদের আস্তানা : ধরা পড়লেই ব্যবস্থা
সাতক্ষীরায় আড্ডাবাজি বন্ধ করতে এবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ড্রোন ব্যবহার। শুক্রবার সকালে কলারোয়া থানা পুলিশ এ ড্রোন ব্যবহার শুরু করে।
ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা। চায়ের দোকান খোলা ও আড্ডাবাজি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে নেয়া হবে ব্যবস্থা।
এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, আড্ডাবাজদের আস্তানা খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। বাসায় থাকুন নিরাপদ থাকুন।
Please follow and like us: