কালিগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা ৯৩জনকে দেয়া হল রান্না খাবার
করোনা ভাইরাস প্রতিরোধে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের ৯টি প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ৯৩জনের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জীর নেতৃত্বে এসব খাবার বিতরণ করা হয়।
দুপুরে মোটরসাইকেল যোগে সবজি,ডাল, ডিম ও মাংস রান্না করে কোয়ারেন্টাইনে থাকা ৯৩জনের কাছে এসব খাবার পৌছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, বীরমুক্তি যোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা,মনিরুল ইসলাম লিটন,আব্দুল জব্বর,আব্দুর রহমান, মাসুম পারভেস,রাকিবুল হাসান, সরজিত সরকার, সুদর্শন সরকার, আমিনুর রহমান প্রমূখ।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও সতর্কতামূলক আলোচনার মাধ্যমে প্রচার চালান হয়। মানুষকে বাড়িতে অবস্থান করা, প্রয়োজনে বাইরে আসলে মাক্স ব্যবহার ও সামাজিক নিরাপত্তা মেনে চলার জন্য আহবান জানান হয়।