করোনাভাইরাস: মৃতের সংখ্যা ১২৯০ জন বাড়ালো চীন
চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। অথচ শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যার দিক থেকে দ্রুত চীনকে পেছনে ফেলে দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। দেশটির তথ্য নিয়ে সবাই সন্দিহান থাকলেও বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে চীন। এরমধ্যেই নতুন করে ১ হাজার ২৯০ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করল দেশটি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, উহানে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ৮৬৯ জন। এ তালিকায় নতুন করে ১ হাজার ২৯০ জনের নাম যোগ করা হয়েছে। এ নিয়ে পুরো চীনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬ জনে।
সংশোধন করা হয়েছে আক্রান্তের সংখ্যাও। নতুন ৩২৫ জন যোগ করে উহানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৩ জন।
এতদিন এসব মানুষের মৃত্যুর তথ্য প্রকাশে বিলম্ব হওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে উহান কর্তৃপক্ষ। প্রথম কারণ হিসেবে বলা হয়েছে, অনেকেই চিকিৎসকের কাছে যাওয়ার আগেই বাড়িতে মৃত্যুবরণ করেছেন এবং সে সময় তাদের অনেকেরই করোনার টেস্ট করার সুযোগ পায়নি।
দ্বিতীয়ত, মহামরির তীব্রতায় মেডিকেল কর্মীরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সময়মতো তথ্য জমা দিতে পারেননি।
আরেকটি কারণ হিসেবে বলা হয়েছে, মহামারিতে করোনার চিকিৎসা করতে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছিল। তাদের অনেকেই কেন্দ্রীয় নেটওয়ার্ক সঙ্গে যুক্ত হতে পারেনি। তাই মৃত্যু নিয়ে সঠিক সংখ্যা প্রকাশ করা যায়নি। তবে এমন দাবিতে করোনাভাইরাসে মৃত্যু নিয়ে চীন সরকারের স্বচ্ছতার দিকটি আরো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
এদিকে করোনাভাইরাস নিয়ে পশ্চিমা দেশগুলোর তোপেড় মুখে রয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা বলছে চীন। এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে এ ভাইরাস। তবে চীনের দাবি উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৮৩ হাজার ৯৪২ জন। মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
সূত্র: রয়টার্স