সাতক্ষীরায় মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ:৪ লক্ষাধীক টাকার মাছ নষ্ট
সাতক্ষীরা প্রকাশ্য দিবালোকে মৎস্য ব্যবসায়ীর পুকুরে বিষ ও গ্যাস টেবলেট দিয়েছে প্রতিপক্ষ। নষ্ট হয়েগেছে পুকুরের বিভিন্ন প্রজাতির ৪ লক্ষাধিক টাকার মাছ।
সদর উপজেলার পারকুখরালী গ্রামের মৎস্য ব্যবসায়ী মোঃ রফিকের পুকুরে এই বিষ ও গ্যাস টেবলেট দিয়ে মাছ নিধনের ঘটনা থটে।
এব্যাপারে ক্ষতিগ্রস্ত মৎস্য ব্যবসায়ী মোঃ রফিকের ছেলে মোঃ ইব্রাহিম রাজা বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়,পারকুখরালীর রাহাতুল্লাহ সরকারের পাঁচ বিঘা পুকুরটি তিন বছরের ডিড নিয়ে মাছচাষ করে আসছিলেন মোঃ রফিক। চলতি মাসে ডিড এর মেয়াদ শেষ হওয়ায় মালিক প্রতিপক্ষ মোঃ রবিউল ইসলাম কে ডিড দেয়। ডিড দেওয়ার কথা জানতে পেরে পুকুর থেকে মাছ ধরে নেওয়ার ২৫ দিনের সময় নেই মোঃ রফিক পুকুর মালিক রাহাতুল্লা সরকারের কাছ থেকে। তার পরেও পুকুর দখলে নিতে মোঃ রবিউল ইসলাম লোক জন নিয়ে একত্রিত হয়ে প্রকাশ্য দিবালোকে পুকুরে বিষ প্রয়োগ করে। বিষ ও গ্যাস টেবলেট দেওয়ায় পুকুরে থাকা রুই,কাতলা,মৃগেল সহ বিভিন্ন প্রজাতির চার লক্ষাধীক টাকার মাছ মরে ভেসে ওঠে।
এব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।