ডুমুরিয়ায় রিক্সা চালক মিলন শেখ হোম কোয়ারেন্টাইনে
ডুমুরিয়া উপজেলার গোলনা- বাহাদুরপুর এলাকার করোনায় আক্রান্ত রুগীকে বহনকারী রিক্সা চালক মিলন শেখ ও ঢাকা হতে আগত এক ব্যক্তিকে বুধবার হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম জানতে পারেন উপজেলার গোলনা-বাহাদুর পুর এলাকার রিকসা চালক মিলন শেখ এলাকার একজন করোনা রোগীকে তার রিকসায় বহন কারী এবং গোলনা গ্রামের দীন মজুর আলমগীর মীর সম্প্রতি ঢাকা থেকে এলাকায় ফিরে অবাধে চলাফের করছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ছুটে যান গোলনা-বাহাদুরপুর এলাকায়। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি রিকসা চালক মিলন ও দীন মজুর আলমগীরকে ১৪ দিন তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে পরিবার দুটির জন্যে ত্রাণ হিসেবে খাদ্য দ্রব্য এবং সুরক্ষা সামগ্রী হিসেব মাস্ক প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বজলুর রহমান সহ বেশ কয়েক জন সেনা সদস্য। অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন সেচ্ছা সেবক টিম সদস্য ডুমুরিয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মেফতাফিজুল হক সাগর, উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য কবি তুষার কান্তি দত্ত, উত্তম বিশ্বাস, লিটন বিশ্বাস, এ.কে বাপ্পী প্রমুখ।
Please follow and like us: