সামাজিক দূরত্ব মেনে সীমিত হারে চলছে পারুলিয়া মৎস্য সেডের কার্যক্রম
করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে সীমিত আকারে চলছে দেবহাটার অতিগুরুত্বপূর্ণ পারুলিয়া মৎস্য সেডের আংশিক কার্যক্রম।
সাতক্ষীরার মধ্যে দেবহাটা উপজেলাটি মৎস্য উৎপাদন নির্ভর হওয়ায় এখানকার মোট জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ সুদীর্ঘ সময় ধরে মৎস্য চাষ ও ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারনে মৎস্য চাষ, ব্যবসা ও রপ্তানি চরমভাবে বাঁধাগ্রস্ত হওয়ায় হুমকির মুখে পড়তে শুরু করে জনজীবন।
সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে দেবহাটা উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক মৎস্য সেডের প্রধান উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র সার্বিক ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও জনসমাগম এড়িয়ে পারুলিয়া মৎস্য সেডের কার্যক্রম স্বল্প পরিসরে পরিচালিত হচ্ছে।
এছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক মৎস্য সেডটির কার্যক্রম পরিচালনা তদারকির জন্য পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে উপদেষ্টা করে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পারুলিয়া মৎস্য অকশন সেন্টারের সভাপতি রজব আলী মোল্য, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান মিন্নুর, উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মৎস্য ব্যবসায়ী সাফায়েত হোসেন, ইলিয়াস হোসেন ও সুমন পারভেজ (বাবু)।
এ বিষয়ে পারুলিয়া মৎস্য সেডের প্রধান উপদেষ্টা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মুনসুর আহমেদ বলেন, মৎস্য সেডের অভ্যন্তরে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য প্রত্যেকটি মৎস্য আড়তের চারপাশে ফিতা দিয়ে ঘিরে দেয়াসহ মানুষকে সচেতন করতে সার্বক্ষনিক মাইকিং এবং জীবানুনাশক স্প্রে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান