শহরের ইটাগাছা এলাকায় বিনামূল্যে শাক-সবজি বিতরণ
২০০০ সালের বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের করোনা মহামারির কারণে সৃষ্ট দূর্যোগে সমন্বিত ত্রাণ কার্যক্রমে অংশ নিতে খজউঙ ও সে ুরি একাডেমি সাতক্ষীরা ও সাবেক ছাত্র নেতা “এজাজ আহমেদ স্বপন” এর সহযোগিতায় এবং জাগ্রত সাতক্ষীরা ও তার সভাপতি “সায়েম ফেরদৌস মিতুল” এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকালে শহরের ইটাগাছা ৭ নং ওয়াডে দূর্যোগ কবলিত মানুষের মাঝে বিনামূল্যে তাজা শাক সবজি বিতরণ করা হয়।
এসময় জাগ্রত সাতক্ষীরা’র সভাপতি “সায়েম ফেরদৌস মিতুল” বিভিন্ন স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান তরুণ যুবক ও সামর্থবান সকলকেই দূর্যোগকবলিত খাদ্য সংকটে থাকা মানুষের পাশে যথাসাধ্য এগিয়ে আসার অনুরোধ জানান।
Please follow and like us: