মোবাইল প্লাস ও সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে দিনমজুরদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরায় মোবাইল প্লাস ও সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি প্রতিরোধে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে। বুধবার (১৫ এপ্রির্ল) বেলা ১২টায় শহরের হোটেল টাইগার প্লাসে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা ও বারবার সাবান অথবা হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধুতে হবে।’
এসময় সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব মেনে করোনার প্রভাবে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর ২০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোবাইল প্লাসের স্বত্বাধিকারী ও জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন।
সাতক্ষীরায় করোনা ভাইরাস এর প্রভাবে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে মোবাইল প্লাস ও সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠন দুটি। বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। তাই কর্মহীন অসহায় মানুষের মাঝে সাতক্ষীরায় মোবাইল প্লাস ও সুমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণকে স্বাগত জানিয়েছে সচেতন মহল।