মানবদেহে করোনার টিকা প্রয়োগের অনুমতি দিল চীন
নভেল করোনাভাইরাস প্রতিরোধে দুটি টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে চীন। এটিকে খুবই সাহসী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত মার্চে বেইজিং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রথম টিকার অনুমোদন দিয়েছিল। ওই টিকা তৈরি করে চীনা প্রতিষ্ঠান কেনসিনো বায়ো। এবার পরীক্ষামূলক টিকা দুটির উন্নয়ন ঘটিয়েছে বেইজিংয়ের সিনোভেক বায়োটেক ও উহানের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস।
আরো পড়ুন: ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ
বিষয়টি প্রসঙ্গে হংকং ইউনিভার্সিটির প্যাথলজির ক্লিনিক্যাল প্রফেসর জন নিকলস বলেন, সরাসরি হিউম্যান ট্রায়ালের সিদ্ধান্ত খুবই সাহসী কাজ। প্রথমে ছোট প্রাণী, তারপর বনমানুষ এবং পর্যায়ক্রমে মানবদেহে প্রয়োগ করতে হয়। বিশেষ করে ষাটোর্ধ্ব মানুষের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে খুব সহজে বোঝা যাবে টিকাগুলো কতটা কার্যকর।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা উ ইউআনবিন প্রেস ব্রিফিংয়ে বলেন, এই দুটি ভ্যাকসিন করোনার নিষ্ক্রিয় অণুজীব দিয়ে তৈরি। পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রথম দফায় ৫০০ জন স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। এরপরের স্তরের জন্য আরেকটি দল গঠন করা হচ্ছে।
তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় এটি বিশ্বের প্রথম ভ্যাকসিন, যা ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে।