দেবহাটায় কর্মহীনদের বাড়ীতে বাড়ীতে খাদ্য পৌঁছে দিচ্ছে পুলিশ
করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সংকট নিরসনে বাড়ীতে বাড়ীতে গিয়ে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে দেবহাটা থানা পুলিশ। কেবলমাত্র বাড়ী গিয়ে নয়, খাদ্য সংকটে পড়ে থানায় আসা হতদরিদ্র পরিবারকেও পুলিশের পক্ষ থেকে সাধ্যমত খাদ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে। চলমান করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে মানবিক পুলিশের এমন উদ্যোগে উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় বুধবার সকাল ১০ টা থেকে উপজেলা বিভিন্ন এলাকায় কর্মহীন হতদরিদ্রদের বাড়ী বাড়ী ঘুরে পুলিশ সদস্যদের সাথে নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
এসময় প্রত্যেক অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্য তেল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আসিফ মাহমুদ, হেকমত আলীসহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।