ত্রিশ মাইল নগরঘাটা সড়কে অতিরিক্ত জনসমাগম করে করোনা ঝুকিতে চলছে মাছের হাট
সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সামাজিক দূরত্ব ও ঘরে ফেরাতে প্রশাসন হিমশিম খাচ্ছে ঠিক তখনই আইনের তোয়াক্কা না করে ত্রিশ মাইল নগরঘাটা রাস্তার উপরে অতিরিক্ত জনসমাগম করে করোনা ঝুকিতে চলছে মাছের হাট।
বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে তালা উপজেলার সরসকাটি, সেনেরগাতীসহ বিভিন্ন অ ল থেকে আসা মৎস্য ব্যবসায়ী ও ক্রেতারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা মৎস্য ব্যবসা। মানছেনা কোন ঐ এলাকার মানুষ প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম। এসময় মৎস্য ব্যবসায়ী সিদ্দিক জানান, বিনেরপোতা মৎস্য আড়তে মাছ ক্রয় বিক্রয়ে অতিরিক্ত খাজনা আদায়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকে কিছু মৎস্য ব্যবসায়ী ত্রিশ মাইলের রাস্তার পাশে মাছ বিক্রয় করছে। এদিকে এলাকার সচেতন মহল মনে করছেন মৎস্য চাষীদের এ অবস্থা চলতে থাকলে করোনা সংক্রণের ঝুকিতে পড়বে অনেক সাধারণ মানুষ ও পথচারী। খুব দ্রুত ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস। বিষয়টি প্রশাসনের নজরে আনার জোর দাবী ও যত দ্রুত সম্ভব মৎস্য ব্যবসায়ীদের বিনেরপোতা নিদিষ্ট মাছের আড়তে আনা হোক।