ভারতে তাবলিগ জামাতের ১১ সদস্যের বিরুদ্ধে মামলা
লকডাউন সংক্রান্ত সরকারি গাউডলাইন অমান্য করায় ভারতে তাবলিগ জামাতের ১১ সদস্যের নামে মামলা ঠুঁকে দিয়েছে হায়দরাবাদ পুলিশ। এদের তিনজন হায়দরাবাদের, বাকি আটজনই ইন্দোনেশিয়ার নাগরিক। সোমবার তাদের বিরুদ্ধে এ মামল দায়ের করা হয় বলে ভারতীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে।
হায়দরাবাদের হাবিবনগরের ইন্সপেক্টর ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, দিল্লির নিজামু্দ্দিন মারকাজে যোগদানের পর আট ইন্দোনেশিয়া এখানে মাল্লেপল্লি মারকাজ অফিসে এসে বাকি তিন সদস্য়ের সাহায্য়ে ধর্মীয় প্রচার চালিয়ে যান। ওই তিনজন হলেন অফিস সভাপতি, সচিব আর গাইড। তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ।
১১ তাবলিগ সদস্যকে বর্তমানে কোয়ারেন্টাইনে রেখেছে হায়দরাবাদ পুলিশ।
সোমবার নতুন করে আরও ২৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় তেলঙ্গানায় করোনাভাইরাস পজিটিভের সংখ্যা বেড়়ে ৫৩১ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি নিজামুদ্দিন মারকাজের ধর্মীয় সমাবেশে উপস্থিত থাকা রাজ্যের সব মানুষকে করোনাভাইরাস সংক্রমণের টেস্ট করাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।