বুধহাটা ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বাড়িতে বাড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একযোগে ভ্যানে করে পণ্য সামগ্রী বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে বাড়ি থেকে বের না হয়ে হোম কোয়ারিনটাইন নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা পুরনে ভ্রাম্যমান পণ্যবিক্রয় ভ্যান চালু করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ট্যাগটিমের ব্যবস্থাপনায় উপজেলার প্রত্যেক ইউনিয়নে ভ্রাম্যমান পণ্য বিক্রয় ব্যবস্থা করতে জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা পত্রপেরণ করেন। এরই আলোকে বুধহাটা ইউনিয়নের সকল এলাকায় মঙ্গলবার থেকে পৃথক পৃথক ভ্যানে করে মালামাল গ্রামে গ্রামে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রয় করা হচ্ছে। এর ফলে মানুষকে আর কাচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য অহেতুক বাড়ি থেকে বের হতে হবেনা। কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। এসময় প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল ইসলাম, মেম্বার মতিয়ার রহমান, মেম্বার রবিউল ইসলাম, সিপিপি টিম লিডার ফারুক হোসেন লেলিন, জহিরুল ইসলাম, গ্রাম পুলিশসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।