জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদস্য মো. নাসির উদ্দিন, মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে বিতরনের লক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।