কলারোয়া পৌর শহরের কাঁচাবাজার সরকারি কলেজ মাঠে স্থনান্তর
কলারোয়া পৌর শহরের কাঁচা (তরিতরকারির) বাজার এখন সরকারি কলেজ মাঠে স্থনান্তর করা হয়েছে।করোনা ভাইরাস সতর্কতায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে মঙ্গলবার সকাল থেকে কলারোয়া উপজেলা শহরের কাঁচা বাজার স্থানান্তরিত করা হয়েছে সরকারি কলেজ মাঠে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিনের কাঁচা বাজার এবং সাপ্তাহিক শুক্রবার ও সোমবারের হাট বাজারের বেচাকেনাও এই সরকারি কলেজ মাঠে হবে বলে জানানো হয়।
এদিন, ভোর থেকে মাইকিং করে বিষয়টি নিশ্চিত করেছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি। এরআগে সোমবার মাঠ এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। কলেজ মাঠের এই সদ্য বসানো বাজারে যেয়ে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকে কলারোয়া সরকারি কলেজ মাঠের গাছ তলায় কাঁচাবাজারের বেচাবিক্রি চলছে। নিয়মমাফিক দূরত্ব বজায় রেখে বিক্রেতারা তাদের কাঁচা সবজি-তরকারির পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারাও দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন। এই কলেজ মাঠে বাজার বসায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Please follow and like us: