আশাশুনিতে পাইপ লাইনের পানি বন্দ থাকায় চরম দুর্ভোগ
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশনা মেনে মানুষের যখন ঘরের মধ্যে থাকার কথা সেখানে আশাশুনির কিছু মানুষ পানি সংকটে পড়ে মাইলের পর মাইল পায়ে হেটে পানি সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন। এব্যাপারে প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।
আশাশুনি সদরের দক্ষিনপাড়ায় ৩টি গ্রামের মানুষের মধ্যে পানীয়জলের সংকটে হাহাকার শুরু হয়েছে। আশাশুনির মানুষের ঘরে বসে পানি পাওয়ার জন্য তাদের একমাত্র উৎস সরদার হাফিজ সাহেবের সাপ্লাই লাইন। বিগত ২০ দিন যাবত জেলাখালী, দয়ারঘাট ও আশাশুনি গ্রামের কিছু অংশের হিন্দু পাড়ার প্রায় ৯৫% মানুষ সাপ্লাই না থাকায় পানি সংকটে ভুগছেন। বাধ্য হয়ে খাবার পানি নিতে মহিলাদের ৪/৫ কি.মি. দূরে দুর্গাপুর, কিংবা হাসখালিতে যেতে হচ্ছে। বা কাউকে বাইরে থেকে পানি কিনে খেতে হচ্ছে। সদরে অগভীর নলকূপের পানি থাকলেও করোনা ভাইরাসের ভয়ে পানি নিতে যেতে দেওয়া হচ্ছে না। এমতাবস্থায় পানির সংকট মোকাবেলায় ভ্রাম্যমান পানি বিতরণ ব্যবস্থা বা সাপ্লাই পানির লাইনটি সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।