কলারোয়ার সোনাবাড়িয়ায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে শুরু হয়েছে সরকার অনুমোদিত টিসিবি’র পণ্য বিক্রয়। সোমবার সকাল ৯ টায় সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম। এখানে সোয়াবিন তেল লিটার প্রতি ৮০ টাকা, মসুর ডাল কেজি প্রতি ৫০ টাকা, ছোলা কেজি ৬০ টাকা ও চিনি কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। করোনার প্রভাবে বাজারে দ্রব্য সামগ্রীর স্বল্পতা ও উচমূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই সমবেত হয়েছেন টিসিবি’র সাশ্রয়ী মূল্যের এই পণ্যসামগ্রী কিনতে। তবে যেটা ভালো দিক, সেটা হলো- লোকজনের সংখ্যা বেশি হলেও সকলেই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন। সেই সাথে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এই দূরত্ব নিশ্চিত করার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়।
সরকার অনুমোদিত ডিলার সাহিদা বীজ ভান্ডারের সত্ত্বাধিকারী আজহারুল ইসলামের পরিচালনায় এই টিসিবি’র পণ্য বিক্রয় করা হচ্ছে। টিসিবি’র এই পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও গয়ড়া সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
Please follow and like us: