যুব একাডেমি সাতক্ষীরা’র উদ্যোগে অসহায়দের মাঝে সবজি বিতরণ
করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরা পৌর এলাকায় যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়–’র পক্ষ থেকে ও বর্ণমালা একাডেমি সাতক্ষীরা’র সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার ০৯টি ওয়ার্ডে শত শত পরিবারের মাঝে এ টাটকা সবজি বিতরণ করা হয়।
পৌরসভার বিভিন্ন এলাকায় সবজি ভর্তি ট্রাক নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী অসহায় খেটে খাওয়া পরিবারের মাঝে ২টি করে লাউ ও কেজি করে উচ্চে বিতরণ করেন বর্ণমালা একাডেমির পরিচালক কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা। এছাড়াও যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়–’র পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এর কারণে কর্মহীন গৃহবন্দী অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টাটকা সবজি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুব একাডেমি সাতক্ষীরা’র চেয়ারম্যান মো. খলিলুল্লাহ ঝড়–।