খুলনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত প্রধানমন্রী শেখ হাসিনা
আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতে খুলনা ও বরিশাল বিভাগের জেলাসমূহের স্থানীয় রজনীতিবিদ ও কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংযুক্ত হন।
খুলনা প্রান্ত থেকে সংযুক্ত হন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক মহোদয়, মান্যবর বিভাগীয় কমিশনার জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার মহোদয়, সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন মহোদয়।
এছাড়া কেএমপির পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির; খুলনা রেঞ্জের ডিআইজি জনাব ড. খঃ মহিদ উদ্দিন; সেনাবাহিনীর প্রতিনিধি; পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগ; সিভিল সার্জন; পুলিশ সুপারসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সংযুক্ত হন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটময় মুহুর্তে সার্বিক করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় খুলনার সার্বিক করোনা পরিস্থিতি, করোনাকালে জেলা প্রশাসনের উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।