করোনার চিকিৎসা না দেয়ায় ছয় চিকিৎসক বরখাস্ত

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের এক আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ৯ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শিহাব উদ্দিন স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে চিঠি দিয়ে জানান, এই ছয় চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদান করছেন না।

এছাড়াও নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা/কর্মচারীরা পদায়ন হওয়া সত্ত্বেও অনেকেই যোগদান করেনি বলেও চিঠিতে জানানো হয়।

এ পরিপ্রেক্ষিতে আজ স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রশাসন বেলায়েত হোসেন স্বাক্ষরিত আলাদা দুটি আদেশে সংশ্লিষ্ট ছয় চিকিৎসকের বরখাস্তের কথা জানানো হয়।

বরখাস্ত হওয়া ছয় চিকিৎসক হলেন- হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট ডা. হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডা. ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডা. উর্মি পারভীন, মেডিকেল অফিসার ডা. কাউসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডা. শারমিন হোসেন ও আবাসিক চিকিৎসক ডা. মো. ফজলুল হক।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)